Wednesday, April 11, 2018

// // Leave a Comment

মনছূরা বিবির ওযূ


ইসলামকে আজকাল খুব সহজ একটা কিছু মনে করা হয়।  নিজের ইচ্ছামত যেভাবে খুশী সেভাবে ইসলামকে মানা যায়।  আর, যত দোষ আলেমদেরকে দেওয়া হয় যে, তারা ইসলামকে খুব জটিল করে রেখেছে।  এসব লোকদের ইসলাম হলো মনছূরা বিবির ওযূর ন্যায়-

 মনছূরা বিবির যৌবনের প্রারম্ভে একবার ওযূ করার সুযোগ হয়েছিল।  এরপর, সে উশৃঙ্খল জীবন অতিবাহিত করতে থাকে।

 একদিন এক ওয়াজ মাহফিলের কাছ দিয়ে অতিক্রম করার সময় এক বক্তাকে ওয়াজ করতে দেখতে পেলো।  বক্তা তাঁর নিজস্ব ভঙ্গিতে কী কী কারণে ওযূ ভেঙ্গে যায়, তার বিবরণ দিচ্ছিলেন।  মনছূরা বিবিও একবার ওযূ

করেছিল- তার মনে পড়ে গেল।  কিন্তু, এত সহজেই যে ওযূ ভেঙ্গে যায়, তা সে কখনও শুনেনি।  সুতরাং, বক্তার ওয়াজ শুনে তার গায়ে জ্বালা ধরে গেল।  সে তৎক্ষণাৎ মঞ্চে উঠে গিয়ে শ্রোতাদেরকে লক্ষ্য করে বললো, “ভাইসব, এই মাওলানা সাহেব যা কিছু বলছেন সব মিথ্যা।  এত সহজে কিছুতেই ওযূ ভাঙ্গতে পারে না  তার প্রমাণ আমি নিজেই নিজেই।  আমি আজ ত্রিশ বৎসর যাবৎ যিনা করছি; কিন্তু আজ পর্যন্ত আমার ওযূ ভাঙ্গেনি!”

 -ঐসব লোকদের ইসলামও ঠিক মনছূরা বিবির ওযূর ন্যায়।  তারা যত নাফরমানী করবে, তাদের ইসলাম ঠিকই থাকবে; তারা তবু মুসলমান হিসেবে দাবী করবে।

                             -আল ইফাযাতুল ইয়াওমিয়্যাহ্‌। 

***



0 Comments:

Post a Comment