কথিত আছে, একবার হযরত বায়েযীদ বোস্তামী (রহঃ) হজ্জ্বে গমন কালে তাঁহার ও তাঁহার মুরীদগণের সমস্ত মালপত্র একটি উট বোঝাই করিয়া যাইতেছিলেন। ইহা দেখিয়া জনৈক পথিক বলিল, ‘এই নিরীহ উটটির উপর বড় ভারী বোঝা চাপান হইয়াছে, ইহা অত্যন্ত যুলুম করা হইতেছে। ’
হযরত বায়েযীদ (রহঃ) বলিলেন, “এসমস্ত বোঝা উটটি বহন করিতেছে না।
একটু ভালরূপে লক্ষ্য করিয়া দেখ, বোঝাগুলি উটের পিঠেই আছে না অন্য কোথাও রহিয়াছে?”
সে মাথা নিচু করিয়া ভালরূপে দৃষ্টি করিয়া দেখিল যে, বোঝা উটের পৃষ্ঠ হইতে প্রায় এক হাত উঁচুতে রহিয়াছে। ইহা দেখিয়া সে বলিয়া উঠিল, سبحان ألله ইহা তো বড় আশ্চর্যজনক ব্যাপার! হযরত বায়েযীদ (রহঃ) বলিলেন, “আমি যদি নিজের অবস্থা তোমাদের নিকট গোপন রাখি, তবে তোমরা নিন্দাবাদ করিতে আরম্ভ কর। আর, যদি প্রকাশ করি তবে, তোমরা উহা বরদাশত করিতে পার না। আমি ভাবিয়া স্থির করিতে পারিতেছি না, তোমাদের সঙ্গে এমতাবস্থায় কী করা উচিত?”
-তাযকেরাতুল আওলিয়া। [খন্ড ১, পৃষ্ঠা ১৭২]
***
হযরত বায়েযীদ (রহঃ) বলিলেন, “এসমস্ত বোঝা উটটি বহন করিতেছে না।
একটু ভালরূপে লক্ষ্য করিয়া দেখ, বোঝাগুলি উটের পিঠেই আছে না অন্য কোথাও রহিয়াছে?”
সে মাথা নিচু করিয়া ভালরূপে দৃষ্টি করিয়া দেখিল যে, বোঝা উটের পৃষ্ঠ হইতে প্রায় এক হাত উঁচুতে রহিয়াছে। ইহা দেখিয়া সে বলিয়া উঠিল, سبحان ألله ইহা তো বড় আশ্চর্যজনক ব্যাপার! হযরত বায়েযীদ (রহঃ) বলিলেন, “আমি যদি নিজের অবস্থা তোমাদের নিকট গোপন রাখি, তবে তোমরা নিন্দাবাদ করিতে আরম্ভ কর। আর, যদি প্রকাশ করি তবে, তোমরা উহা বরদাশত করিতে পার না। আমি ভাবিয়া স্থির করিতে পারিতেছি না, তোমাদের সঙ্গে এমতাবস্থায় কী করা উচিত?”
-তাযকেরাতুল আওলিয়া। [খন্ড ১, পৃষ্ঠা ১৭২]
***
0 Comments:
Post a Comment