Sunday, January 26, 2020

// // Leave a Comment

হযরত ওয়াইস্ ক্করণী (রহঃ) এর নসীহত

 হযরত ওয়াইস্ ক্করণী (রহঃ) বলিয়াছেন, 
* যে ব্যক্তি খোদাকে চিনিয়াছে, তাঁহার নিকট কোন কিছুই গোপন থাকে না। 
* নির্জনতা অবলম্বনেই শান্তি।
* অন্য চিন্তা মনে স্থান না পাইলেই তাওহীদের জ্ঞান লাভ হয়।
* একাকী থাকা উচিত নয়।
কেননা, শয়তান দুই ব্যক্তিকে একত্র দেখিলে তথা হইতে পলায়ন করে। মনকে খোদার দরবারে হাজির রাখিবে, তাহা হইলে শয়তান তথায় স্থান পাইবে না।
* উচ্চ মর্যাদা তালাশ করিয়াছিলাম- বিনয়ের দ্বারা তাহা লাভ করিয়াছি। সর্দারী তালাশ করিয়াছিলাম- সত্যের মধ্যে তাহা পাইয়াছি। গৌরব তালাশ করিয়াছিলাম- দারিদ্র্যের মধ্যে তাহা পাইয়াছি। আভিজাত্য তালাশ করিয়াছিলাম- পরহেযগারীর মধ্যে তাহা লাভ করিয়াছি। মহত্ত্ব চাহিয়াছিলাম- অল্পে তুষ্ট থাকার মধ্যে তাহা লাভ করিয়াছি। অপরের উপর নির্ভরশীল না হওয়ার কামনা করিয়াছিলাম- খোদা তা’আলার উপর তাওয়াক্কুল (নিঃশঙ্কচিত্তে ভরসা) করিয়া তাহা লাভ করিয়াছি।
***

0 Comments:

Post a Comment