Wednesday, December 13, 2017

// // Leave a Comment

সাপের তওবা

এক সাপ তার জীবনে কতবার দংশন করেছে আর আল্লাহর কত মাখলুককে কষ্ট দিয়েছে সেই চিন্তা করে বিচলিত হয়ে পড়লো। এখন তওবা করে ভালো হয়ে যাবে এই চিন্তা করে সে এক পীরের কাছে গিয়ে মুরীদ হলো
এবং তওবা করলো যে, আর কখনো কাউকে কামড়াবে না।
     একথা সমস্ত বন-জঙ্গলে ছড়িয়ে পড়লো যে সাপটা পীরের কাছে মুরীদ হয়েছে এবং আর কাউকে কামড়াবে না বলে তওবা করেছে। সব জন্তু তার ত্থেকে নিরাপদ হলো! ব্যাঙ এসে তার পিঠে বসে থাকে, ইঁদুর এসে লেজ কামড়িয়ে টানাটানি করে। আর, সে ছবর করে। পিঁপড়ার দল মনের আনন্দে তার দেহ ফুটো করে রক্ত শুষে নেয়। সে ছবর করে!
একদিন পীর সাহেব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলেন সাপটির দেহ ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। জিজ্ঞাসা করলেন, 'এ কী অবস্থা তোর?'
          সাপ বললো, "হুজুর! এসব আপনার মুরীদ হওয়ার বরকত। জঙ্গলের জন্তুরা আমার তওবা করার কথা শুনে নিশ্চিন্ত মনে আমার উপর জুলুম করে চলেছে। কিন্তু, আমি যে তওবা ভঙ্গ করতে পারি না, তাই ছবর করে চলেছি।"
               পীর সাহেব বললেন, "আরে নাদান! তোকে আমি ছোবল মারা থেকে তওবা করিয়েছিলাম; ফোঁস করা থেকে তো তওবা করাইনি।
প্রয়োজনবোধে ফোঁস করে উঠিস। নিজের হেফাজতের জন্যে মাঝে মাঝে ফোঁস করে উঠার দরকার আছে।"
                     - আল ইফাযাতুল ইয়াওমিয়্যাহ। (খন্ড ৫, পৃষ্ঠা ২৫৫)

0 Comments:

Post a Comment