Friday, January 26, 2018

// // Leave a Comment

তাক্বওয়া

একদা এক ব্যক্তি জনৈকা নারীর প্রতি প্রেমাসক্ত হয়। কোন প্রয়োজনে সেই মহিলা গৃহ হতে বের হলে প্রেমিক তার পশ্চাদানুসরণ করতে থাকে। এভাবে এক বনভূমিতে দুজন একত্রিত হয়। আশেপাশের লোকজন নিদ্রাভিভূত হওয়ার পর একান্ত মুহূর্তে পুরুষ উক্ত মহিলার নিকট তার মনোষ্কামনা ব্যক্ত করে।
তখন মহিলা তাকে জিজ্ঞেস করলো, --- "সকলেই কি ঘুমিয়ে গেছে?" প্রশ্ন শুনে মহিলার সম্মতি অনুমান করে লোকটি কাফেলার চতুর্পাশ প্রদক্ষিণ করে জানালো, --- "সকলেই ঘুমিয়ে গেছে; কেউ সজাগ নেই।" অতঃপর, মহিলা তাকে জিজ্ঞাসা করলো, --"মহান আল্লাহ তা'আলা সম্পর্কে তোমার কি ধারণা; তিনিও কি এই সময় ঘুমিয়ে আছেন?' লোকটি বললো,-- 'আল্লাহ তা'আলা ঘুমান না; নিদ্রা বা তন্দ্রা তাঁকে স্পর্শ করে না।' মহিলা বললো, -- "যে সত্তা ঘুমান নাই এবং যিনি কখনও ঘুমাবেন না, সর্বদা সজাগ ও চিরঞ্জীব সেই সত্তা আমাদেরকে দেখছেন; যদিও অন্যান্য লোকজনের কেউ আমাদেরকে দেখছে না। সুতরাং, এমতাবস্থায় আমাদের অধিকতর ভীত-শঙ্কিত হওয়া উচিত।" মহিলার এ বক্তব্য শুনে লোকটির অন্তরে আল্লাহর ভয় সঞ্চারিত হলো এবং তৎক্ষণাৎ সত্যিকার তওবা করে সে উক্ত গর্হিত কাজ পরিত্যাগ করলো। কিছুকাল পর সে মারা গেলে এক ব্যক্তি স্বপ্নযোগে তাকে জিজ্ঞাসা করেছিল, "আল্লাহ তা'আলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন?" উত্তরে সে বলেছেঃ "আল্লাহর ভয়ে আমি পাপকার্য হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।"
"আল্লাহর ভয়ে যখন বান্দার শরীর কম্পমান হয়, তখন তার পাপরাশি এইরূপে ঝরে পড়ে যেমন বৃক্ষ হতে শুষ্ক পত্র ঝরে পড়ে।"
                               - মুকাশাফাতুল ক্কুলুব (ইমাম গাজ্জালী) [খন্ড ১, পৃষ্ঠা ২১]

0 Comments:

Post a Comment