এক বুজুর্গের একটি ঘটনা আছে। এক ব্যক্তি তাঁকে প্রায়ই গালি দিত। যতবার গালি দিত বুজুর্গ ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন।
একদিন লোকটি ভাবলো, তিনি তো আমার উপকারই করছেন;
সুতরাং, তাঁকে গালি দেয়া উচিত নয়। এই ভেবে সে গালি দেয়া বন্ধ করে দিল।
সেই দিন থেকে বুজুর্গও তাকে পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে বুজুর্গ বললেন, “ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছো, আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন, তুমি দেওয়া বন্ধ করে দিয়েছো; তাই, আমিও দেওয়া বন্ধ করে দিয়েছি।”
লোকটি বললো, ‘কই, আমি তো কখনও আপনাকে কোন কিছু দিতাম না!’
বুজুর্গ বললেন, “তুমি যতদিন আমাকে গালি দিয়েছো, ততদিন তোমার ইবাদতের সাওয়াব আমি পেতাম। বিনা পরিশ্রমে আমার অনেক সাওয়াব জমা হতো। এখন, তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছো; ফলে, আমার আর সেই উপকার হয় না। তাই, আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।”
-আল ইফাযাতুল ইয়াওমিয়্যাহ। (খন্ড ৪, পৃষ্ঠা ১৮৬)
একদিন লোকটি ভাবলো, তিনি তো আমার উপকারই করছেন;
সুতরাং, তাঁকে গালি দেয়া উচিত নয়। এই ভেবে সে গালি দেয়া বন্ধ করে দিল।
সেই দিন থেকে বুজুর্গও তাকে পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে বুজুর্গ বললেন, “ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছো, আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন, তুমি দেওয়া বন্ধ করে দিয়েছো; তাই, আমিও দেওয়া বন্ধ করে দিয়েছি।”
লোকটি বললো, ‘কই, আমি তো কখনও আপনাকে কোন কিছু দিতাম না!’
বুজুর্গ বললেন, “তুমি যতদিন আমাকে গালি দিয়েছো, ততদিন তোমার ইবাদতের সাওয়াব আমি পেতাম। বিনা পরিশ্রমে আমার অনেক সাওয়াব জমা হতো। এখন, তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছো; ফলে, আমার আর সেই উপকার হয় না। তাই, আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।”
-আল ইফাযাতুল ইয়াওমিয়্যাহ। (খন্ড ৪, পৃষ্ঠা ১৮৬)
0 Comments:
Post a Comment