Monday, February 19, 2018

// // Leave a Comment

‘আমীন’ তিন প্রকার!

কোন কোন গায়র মুকাল্লেদ (তথাকথিত আহলে হাদীস) এক আশ্চর্য বস্তু বটে। এবাদতের মধ্যেও তারা হিংসা প্রকাশ করতে দ্বিধা বোধ করে না। 
নামাজের মধ্যে সশব্দে ‘আমীন’ বলা নিঃসন্দেহে একটি সুন্নত আমল। 

কিন্তু, এ ব্যাপারে তাদের উদ্দেশ্য থাকে যারা আমীন নিঃশব্দে বলে তাদের প্রতি বিদ্বেষ ছুঁড়ে মারা। আসলে শরীয়ত এই হিংসামূলক ফাসাদকেই শুধু নিষেধ করে থাকে।
এক এলাকায় এই মতভেদের তদন্তে এক ইংরেজ বিচারক নিযুক্ত হলো।
বিচারক তদন্ত শেষে এক অবাক করে দেওয়া নিরপেক্ষ ফয়সালা লিপিবদ্ধ করলেন। লিখলেন- ‘আমীন’ তিন প্রকার। একটি হলো সশব্দে আমীন। এটা শাফেয়ীর মাজহাব। এর সমর্থনে অনেক হাদীস পাওয়া যায়। 
দ্বিতীয় প্রকার হলো নিঃশব্দে আমীন। এটা হানাফী মাজহাব। এর সমর্থনেও অনেক হাদীস আছে। 
তৃতীয় প্রকার হলো, যারা নিঃশব্দে আমীন বলে তাদের প্রতি বিদ্বেষমূলকভাবে এত উচ্চস্বরে আমীন বলা হয় যেন শ্লোগান ছুঁড়ে মারছে। এটা কোন ইমামের মাজহাব নয় এবং এর সমর্থনে কোন হাদীসও নাই। 
সুতরাং, এটা নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে।
-আল ইফাযাতুল ইয়াওমিয়্যাহ। [খন্ড ৫, পৃষ্ঠা ১৩২]

0 Comments:

Post a Comment