Tuesday, May 22, 2018

// // Leave a Comment

রোযা


 রোজা ইসলামের অন্যতম ভিত্তি।  রসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- “আল্লাহ্‌ বলিয়াছেন, প্রত্যেক নেক কাজের সওয়াব আমি দশ হইতে সাতশত পর্যন্ত দিয়া থাকি।  কিন্তু, রোযা কেবল আমার উদ্দেশ্যেই রাখা হয় বলিয়া আমি স্বয়ং ইহার প্রতিদান। 
মহান আল্লাহ্‌ পাক এ সম্বন্ধে আরও বলেনঃ
“বাসনা-কামনা দমনকারীদিগকে আল্লাহ্‌ উহার বিনিময়ে যাহা প্রদান করিবেন তাহা অসংখ্য, অপরিমিত ও অসীম। ”
রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, “সবর ঈমানের অর্ধেক এবং রোযা সবরের অর্ধেক। ” তিনি বলেন- “রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মৃগ-নাভীর সুগন্ধ অপেক্ষা অধিক প্রিয়। ”
                            -কীমিয়ায়ে সাআদাত।  লেখকঃ ইমাম গাযযালী (রহঃ) [খন্ড ১, পৃষ্ঠা ২০৮]
***


0 Comments:

Post a Comment