Friday, April 27, 2018

// // 1 comment

একটি অদ্ভুত ফতোয়া

 ইমাম আবু হানিফা (রহঃ) এর মেধা ছিল অদ্ভুত। ফতোয়ার ব্যাপারে তাঁর সতর্কতা ছিল তুলনাহীন। একবার ইমাম সাহেবের মজলিসে এক ব্যক্তি এসে আরজ করলোঃ
“এক ব্যক্তি বলেছে যে, ‘কোন কাফের জাহান্নামে যাবে না’ –এই ব্যক্তির ব্যাপারে শরীয়তের হুকুম কী হবে?”

ইমাম সাহেব তাঁর ছাত্রদেরকে বললেন, “তোমরা এই লোকটির কথার জওয়াব দাও। ”
ছাত্ররা আরজ করলো, “লোকটি কাফের। কারণ, সে ‘নছ’কে অস্বীকার করছে; (অর্থাৎ, পবিত্র কোরআনের সেই সব আয়াতকে অস্বীকার করছে- যার অর্থ স্বতঃ প্রকাশমান)”। 
ইমাম সাহেব বললেন, “তাবীল কর। ” (অর্থাৎ, কোন ওজর পেশ করে লোকটিকে কুফুরী থেকে বাঁচাও। )
ছাত্ররা আরজ করলোঃ এখানে তাবীল করার সুযোগ নাই। তাবীল অসম্ভব। 
তিনি বললেন, “তাবীল আছে। আর, তাহলো এই যে, জাহান্নামে যাওয়ার সময় কেউ কাফের থাকবে না, মোমেন হয়ে পড়বে। কারণ, তখন দোযখ দেখতে পাবে; অস্বীকার করার কোন উপায় থাকবে না। আর, তখন দোযখীরা সবাই শরয়ী অর্থে কাফের থাকলেও লগুবী (আভিধানিক) অর্থে মোমেন হয়ে যাবে। আর, সেই মোমেন অবস্থায় দোযখে যাবে। কাফের অবস্থায় নয়। তাই, লোকটিকে কাফের ফতোয়া দেয়া যায় না। ”
সুতরাং, ইমাম সাহেবের মেধা এবং সতর্কতা কোথায় গিয়ে পৌঁছেছে!
কেউ কি তাঁর পরিসীমা খুঁজে পাবে?
-আল ইফাযাতুল ইয়াওমিয়্যাহ্‌। (খন্ড ১, পৃষ্ঠা ১৯৬) 
***

1 comment: