Tuesday, April 24, 2018

// // Leave a Comment

প্রকৃত জ্ঞানী

 একদিন হযরত জা’ফর ছাদেক (রহঃ) হযরত ইমাম আ’যম আবু হানীফা রাহেমাহুল্লাহকে জিজ্ঞাসা করিলেন, “প্রকৃত জ্ঞানবান লোক কে?” তিনি বলিলেন, “প্রকৃত জ্ঞানবান সেই ব্যক্তি যে ভাল-মন্দ এবং নেকী-বদীর মধ্যে পার্থক্য বজায় রাখিয়া চলে। ”
হযরত জা’ফর ছাদেক (রহঃ) বলিলেন, “ইহা তো চতুষ্পদ জন্তুরাও করিতে পারে। কারণ, কে তাহাকে মারে এবং কে তাহাকে ‘চুম্‌ চুম্‌’ করিয়া আদর জানায়, সে উহা ভাল করিয়াই উপলব্ধি করিতে পারে। ” হযরত আবু হানীফা (রহঃ) বলিলেন, “আচ্ছা, আপনার মতে সত্যিকারের জ্ঞানী লোক কে?” তিনি বলিলেন, “আমার মতে সেই ব্যক্তিই প্রকৃত জ্ঞানী- যে দুইটি ভাল ও দুইটি মন্দের মধ্যে তুলনা করে এবং দুইটি ভাল কাজ বা বস্তুর মধ্যে অপেক্ষাকৃত উত্তমকে অবলম্বন করে, আর দুইটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দটিকে বাছিয়া লয়। অতঃপর, তাহাও বর্জন করে। ”
-তাযকেরাতুল আওলিয়া। [খন্ড ১, পৃষ্ঠা ৬]
***

0 Comments:

Post a Comment