Monday, December 17, 2018

// // Leave a Comment

ঋণ

 বর্ণিত আছে, হযরত মোহাম্মদ ইবনে আসলাম তূসী (রহঃ) অনেক সময় টাকা কর্জ করিয়া ফকির-দরবেশদিগকে বিলাইয়া দিতেন। একবার একজন ইহুদী মহাজন আসিয়া বলিল, “হুযুর, আমি যে আপনার নিকট কিছু পাওনা ছিলাম, এখন তাহা পরিশোধ করুন। ” তুসী উত্তরে বলিলেন, “এখন আমার নিকট তো কিছুই নাই। ” অল্পক্ষণ পূর্বে তিনি একটি কলম কাটিয়াছিলেন, উহার কর্তিত টুকরা সেখানে পড়িয়া ছিল;
তিনি ইহুদীকে বলিলেন, “এইগুলি উঠাইয়া লও। ” আদেশমত স্পর্শ করিবামাত্র সেই টুকরাগুলি খাঁটি স্বর্ণখন্ডে পরিণত হয়। ইহুদী ইহা দেখিয়া তা’জ্জ্বব হইয়া বলিল, “যেই ধর্মের একজন বুজুর্গের দোয়ায় কাঠের টুকরা সোনা হইয়া গেল, ঐ ধর্ম কখনও মিথ্যা হইতে পারে না। ” এই বলিয়া সে খোশ অন্তরে ইসলাম ধর্ম গ্রহণ করিল।
-তায্‌কেরাতুল আওলীয়া। [দ্বিতীয় খন্ড, পৃষ্ঠা ৫]
***

0 Comments:

Post a Comment